তুমি আমায় ভুলেছো
তবে কি চিরতরে
গেছো তুমি আমায় ছেড়ে
তবে কি হারিয়েছি
যা কিছু নিজ ভেবেছি
তার সব ,সব কিছু...


তবে যাও
সুখী হও
আপন ভুবনে
আপনজনে
বৈশাখী আমনন্ত্রণে
পালা বদলের ক্ষণে


ক্ষমা চাই না
জানি আমি পাপী
অপরাধ খুব ,পরিমাপে সীমাহীন
ক্ষমা তোমায় যদি কিনচিৎ ভুল করো কোন দিন
যদি বা জানি
ভুল করে না পরানী...


যাবার বেলায়
এই অবেলায়
সেই নামে আর একবার ডাকি
একবার ডাকি
একবার...


মনে খুব হচ্ছে ক্ষরণ
জানি না মিছে কোন সে কারণ
শেষ বারে তাই
শেষ ডেকে যাই...
সম্পর্ক গেলে ডাকার অধিকার ও যে হারাই...
হয়তো তুুমি দিবে না অনুমতি
তবু ও ডাকার খুব অনুভূতি...
এই ডাকেই শেষ
ডেকে হই নিঃশেষ


হানি রিভার...
পরাণী আমার
রঙ্গীলা পাখি...
মনে পড়ে কতো নামে
কতো তারে ডাকি...


আজি সব হলো নিরব
অজানায় দিলো ফাঁকি...
বিদায় বন্ধু বিদায়
আজি হতে রইলো না
মোর প্রতি তব দায়...
সুখি হও সুখে থেকো
নতুনের ছায়....