নাস্তিক !
সেতো মানুষ নয়;
বিবেকবর্জিত অকৃতজ্ঞ এক শুয়োর ছানা
নিষিদ্ধ জাত- একটা প্রাণী মাত্র!


যার জাতি নেই জ্ঞাতি নেই
দেশ নেই গোত্র নেই
আকার ই-কারে ঠাঁই নেই
কেবলই বায়বীয়_
খুবই হাস্যকর একটা আজব চিজ!


যাকে খুব সহজেই
কেবলই সদ্য শিশুর ক্ষীণ ফুঁ-ফুঁৎকারে
শব্দহীন চিৎকারে
চিরতরে
চির শান্তির গ্রহ পৃথিবী থেকে নিচিহ্ন করা যায় -
নির্দ্বিধায়
খুবই সাধারণভাবে -
বাঁধাহীন চিত্তে !


যাতে কোনই অমানবিকতার লেশ থাকে না
যাতে কেবল মলমূত্র বালাই আর্বজনা মুক্ত হয়ে
সূচি শুদ্ধ হয় মসৃনতার পেল্লবে মাতৃভূমি; পৃথিবী-
নিশ্চিত বাসযোগ্যতার দাবীতে ।


এদের কোন দল নেই বল নেই
দড়ি-ছেঁড়া মাতাল দালাল কেবল
এদের কোন মন নেই আপনজন নেই
স্ত্রী কন্যা মাতা নেই
পিতা পুত্র ভ্রতা নেই
সম্পর্কের কোন ভেদ নেই
সমকামী বহুগামী লেসবিয়ান পুশুর অধম !


নাস্তিক -
সেতো বেইশ্যাকেও হার মানায় !
খুনি প্রতারক পাচন্ড লাওয়ারিশ -
তার ও তো কোন একটা পরিচয় থাকে - আছে - হয়ে যায়;
দিন শেষে সেও তো কোন একটা ঠিকানায় আশ্রয় করে ।


নাস্তিক; তার ঠাঁয় ঠিকানা কি?কি তার পরিচয়?
বিধাতার চরম লানতের ভারে সে নূজ্ব্য প্রায়
ধুকে ধুকে নিভৃর্তে তার চরম অবক্ষয় !


নাস্তিক জগতে বিষপোঁড়ের মতো
তীর্যক অবিশ্বাসী চাহনির নোংরা দৃষ্টিতে
চিরন্তন সত্য গুলোকে করে কেবই বলাৎকার!


নাস্তিক তো মানে না কোন _
মসজিদ মন্দির
গির্জা প্যাগোডা
কবর চিতা সৎকার
সবটাতে তার ঘোর অবিশ্বাসের আপত্তি
অনিয়ম অমানবিক বলে লেজহীন শেয়ালের মতো -
কেবল লম্ফ করে
পাগলা কুত্তার মতো করে ঘেউ ঘেউ চিৎকার !


নাস্তিকতার বীজ হোক লীন চিরতরে
নাস্তিক মুক্ত হোক পৃথিবী
সত্য সুন্দর শান্তির শান্ত মানবের
নির্বিঘ্নে বিচরণের তরে-


কাংখিত আগামীর কাছে
এ হোক আমাদের দৃঢ় অঙ্গীকার !