নিবেদিত কবিতা
              
(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
   এর ১২১ তম জন্মশত বার্ষিকী)
***********************


শরতের ভাদ্র মাসে  বাংলার ভাগ্যাকাশে
ফুটেছে এক ধূমকেতু ।
চোখ মুখ ক্ষুর ধার  সাহসী বুক তাঁর
কোন কাজেই নয় ভীতু।।


অন্যায়ের যতো অনীতি  ক্ষয়েছে সে দিনরাতি
ভয় করেনি বিলকুল।
যা বুঝেছে পুত তাই মনঃপুত
করেছে নজরুল।।


নজরুল যুগে যুগে এই বুকে এই মুখে
থাকবে চিরদিন।
নজরুল কালে কালে এই জাতি থাকাকালে
থাকবে অমলিন।।


নজরুল নেতা হয়ে মানবতার কথা হয়ে
থাকবে সতত...
প্রেরণার প্রতীক হয়ে চলার দিক সঠিক হয়ে
থাকবে সতত...


জালিমের ভীতি হয়ে মজলুমের প্রীতি হয়ে
থাকবে নজরুল....
সাম্যের কবি হয়ে সত্যের রবি হয়ে
থাকবে নজরুল....


ধর্মের ভীতি নিয়ে নাস্তিকের নীতি ক্ষয়ে
এগিয়েছে নজরুল....
ধর্মের গোঁড়ামী গুলো মুসলিমের খোঁড়ামীগুলো
দেখিয়েছে নজরুল।।


রায়টের রুটমূল ঊবঁড়েছে নজরুল
রায়ট নেই বিলকুল।।
তবু কেন  নজরুল মূল্য পায় না একচুল
কিসের এতো প্রতিকুল?


এসো সব বাংলাভাষী এসো সব বাংলাবাসী
নজরুল নিই অন্তরে...
যেন ঝড় ঝঞ্জায় নজরুল না ভেসে যায়
কোন ষড়যন্ত্ররে।।


পতেঙ্গা, চট্টগ্রাম।