এখানকার আকাশ বিষন্নতায় যথার্থ
এ আকাশ জানে না কাঁদতে-
গাঁয়ের ট্রপিকেল আকাশের মতো;
নিষ্ঠুরতা এখানকার মহার্ঘ্য অলংকার!
স্বার্থপরতাকে জীবনের ব্রত করে নেওয়াই
এ জীবনের আদি শর্ত!
সম্বোধ সম্পর্ক এখানে মহাপাপ!
একাকি পথচলা এখানে জীবনের ছন্দখুঁজে,
প্রাচ্যের ঢঙে কথা বলা এখানে সভ্যতা মানে।


সংকোচ দ্বিধাকে তুচ্ছজ্ঞান করে উগ্র চঞ্চলতাই এখানে আধুনিকতা;
লালন মারফতী পল্লীগতি নয়
রক-রোলেন্স,মাইকেল-ম্যাডোনা ,শাকিরা- হানি সিঙ্গার
এখানে নিত্য ঝংকৃত-প্রবল গৃহীত!


এখানকার দু’পেয়ে দানবগুলো
এসবে জীবনের গতি খুঁজে-
প্রত্যাহিক কাকগুলোও তাই
তাদের অনুসরণে সার্থক বিলকুল!
প্রত্যন্ত গাঁয়ের কাককে নিমন্ত্রণ জানিয়ে
তাই সম্পর্ক করে না!


এখানকার মানবগুলো নিজেদের গড়া
জীবন চক্রে করে কালাতিপাত-
পিঞ্জরাবদ্ধতা এদের বহুল প্রত্যাশিত,
এতেই তারা খুঁজে পায় জীবনের প্রকৃত আর্দশ!