<><><><><><><><><>


সে দিন.....
নিকষ কালো মেঘে খেলো বাংলার আকাশ
বিষাদের ছায়া ঢাকলো লাল সবুজের জমিন
সমস্ত প্রানীকূলে শোকের মাতম
স্বজন হারানোর ব্যাকুল আহাজারি
হে প্রিয় নেতা
মুক্তির কান্ডারী
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কি করে তোমায় ভুলতে পারি...


যত দিন র'বে বাংলার আকাশ বাতাস
কৃষকের হাতে ফসলের চাষ
রাখালের হাতে বাঁশের বাশি
গাড়িয়ালের মুখে সুরের টান
মায়ের বুকে সুখের ওম
নবান্নে ফসলের গান
বিলে ঝিলে শাপলা শালুক
ডাহুক কোকিল সারসের হাক
রাত আকাশে চাঁদের হাসি
বৃদ্ধ দাদুর পুঁথি পাঠ
গ্রাম্য মেলা ঈদ গাহ আর খেলার মাঠ
লুকোচুরি কানামাছি দাড়িঁয়াবান্ধা গোল্লাছুট
কুস্তি বলি হাডুডু এক্কাদোক্কা প্রানের খেলা
যাত্রাপালা বায়োস্কোপ, দুধের মালা আইসক্রিম
নারিকেল নাড়ু মুটকি মুড়ি
হাজার পদের স্বাদের পিঠা...মন্ডাইমিঠা খেজুর রস
দোয়েল কোয়েল শালিক ময়না
ধান শালিকের আনাঘোনা
কামার কুমার জেলের বাস
হাসন রাজা আব্দুল আলিম
লালন মারফতি ভাটিয়ারী
চির চেনা বাংলারগান
শান্তি প্রিয় স্বজন প্রীতি ভ্রাতৃত্ত্ববোধে
বাঙ্গালীর ঠাঁই...
বীর বাঙ্গালীর প্রশান্ত প্রাণে
যতদিন থাকবে লড়াকু খুন প্রবাহমান...
ততোদিন তুমি র’বে প্রাণের অনুভবে


বঙ্গবন্ধু " শেখ মুজিবুর রহমান..."
_________
পতেঙ্গা, চট্টগ্রাম।