পাপে তাপে আর শ্বাপে
ছুপে ছুপে বহু রুপে
এ জীবন হরে,
রিপুর প্ররোচনায়
এমন নাশে হারায়
রিপু সুখ করে!


ঘর থেকে পদ ফেলি
ধ্বংসের খেলা খেলি
সূচিঁ পায়ে দলে
দূর্বল হীন শত
জুলুমে হয় বিক্ষত
হৃদ পূর্ন মলে!


তোমার ভীখ মাগি
ত্রানের তরে নাহি
জাগিবার চাই জোর
নিশার দেহ নাশি
পাই শুদ্ধ হাসি
যেন আসে শিশু ভোর_


পতেঙ্গা, চট্টগ্রাম।