জানতাম যদি ছল করে মন নিয়ে চলে যাবি।
দিতাম নারে বিশ্বাস করে মনের ঘরের চাবি।


তুই পাষাণী মন বুঝিসনি ধন চিনেছিস্ বেশি
ধনের লোভে মনের ঘরে সিঁধ কাটলি দিবানিশি।


তোর ধনের লোভ মিটাতে আমার নাভিশ্বাস
ভালোবাসায় একটুও তোর ছিলো না বিশ্বাস।


অবিশ্বাসী মনে তুই নিলি আমার মনে ঠাঁই
তাইতো দেখি তোর মনেতে আমার জায়গা নাই।


আমার সাথে তোর ছিলো শুধু ধনেরই কারবার
তবুও আমি তোর মনের আশায় ঠকেছি বার বার।


আজকে আমার সর্বস্ব নিয়ে তুই ধরেছিস অন্য হাত
তোর ছলনায় সব হারিয়ে আমার কষ্টে যায় দিন রাত।


শুনেছি নাকি এই শহরে আজো তোর বসবাস
তাইতো আমার কষ্ট ভীষণ টানতে গেলে শ্বাস।


তুই পাষাণী যারে চলে অন্য কোন শহরে
তা না হলে শ্বাস অভাবে যাবো আমি মরে।।


পতেঙ্গা,চট্টগ্রাম।