জৈবিকতা -০৪



তোর কাছে  কিসের ঘ্রাণ-
খুঁজে খুঁজে  অন্ধ  হয়রান
মাদকতার আবেশে-
প্রতিটি দিন শেষে-
কেড়ে নিস আমার সকল  সম্মান !


একি তোর খেলা-
ঘ্রাণের মেলা-
কোথায় রাখিস দিনভর-
রাত্রিটা এলেই -
কোটা দিস মেলেই-
বইয়ে দিস ঘ্রাণের নহর !


তোর ঘ্রানের জালে
আত্নসম্মান ভুলে -
পুরুষত্ব আমার-
করি ছারখার !


কেন করিসরে তুই এমন অপমান !
ক্ষনকালীন প্রহসনের জৈবিক সিনান ?


  _______
পতেঙ্গা, চট্টগ্রাম।