(নিবেদনঃ প্রিয় কবি হেলাল হাফিজ)


তুমি কোথায় কেমন আছো, আজ পত্র এলো
বাদাম তলীর মেলায় দু’জন প্রথম দেখায় কি করেছি,
খুব নিশিতে তোমার এখন মনে পড়ে, পত্রে এলো ।
ক্যালেন্ডারের একটা পাতায় সেই দিনটা
রং কালিতে রঙ্গীন হলো, পত্র এলো ।
বলা হয়নি যে কথাটা- জমে আছে মনের কোণে,
লাল বৃত্তে চোখ পড়লে কাঁদো তুমি সংগোপনে,
সে কথাটা পত্রে এলো, পত্র এলো ।
আর আমি ও তা জানতে পেরে উত্তর দিলাম, পড়ে দেখো ।
ভালোবাস জানতে পেরেই পত্র দিলাম, কেমন হলো ?


আমায় তুমি মন দিয়েছো,প্রেম চেয়েছো
ভালোবাসার রং তুলিতে
সাঝঁ সকালের সুখ খুজেঁছো, প্রেম নিও ।


এই জীবনে প্রথম প্রেমে তুমি এলে
এই মনে আজ তোমার প্রেমের দীপ জ্বলে ।
__________________________
*আগমন(হেলাল হাফিজ এর প্রস্থান কবিতা অনুসরণে)
__________________________
২৩.০৫.২০০২ ইং


প্রকাশিত-
সুত্রপাত,বাংলা বাজার,  ঢাকা