স্বার্থবাজদের আপন স্বজন হয় না কেউ
নিত্য মনে নৃত্য করে স্বার্থ লোভের ঢেউ


কাউকে যদি আপন করে তাও কেবল স্বার্থ টানে-
এরা মানবের জন্ম; পশু তবু ধ্যানে জ্ঞানে মনে !


এরা ভাই চিনে না বোন চিনে না রক্তের সম্পর্কের ধার ধারে না
তবু ও এরা সমাজে সম্মানিত; জাগতিক পুরুষ্কার পায় ষোলআনা!


এদের নামাজ কালাম সবই আছে লোকে দেখানোর কাজে
অংশীদারের হক মেরে খায় সকাল বিকাল রাত্রি এবং সাঝেঁ


স্বার্থবাজে তুচ্ছভাবে ভুলে যাবে দিন রাত্রি ব্যবধান
মানবে না কিছু কি বলেছে হক হালালে দ্বীন- কোরান


সু সময়ের বন্ধু যে হায় অসময়ের শত্রু হয়
স্বার্থবাজ মুর্খদের সেটাই কভু বোধগম্য নয়


আজকে যারে ভাবছে আপন সে যে কেমন দুশমন হয়
স্বার্থের গায়ে লাগলে ঘাত সেও কি সহজে দমন হয় !


নিজের পায়ে মারছে কুড়াল স্বার্থবাজে বুঝবে না
এদিক ও দিক ছুটবে তবু ও রক্ত সম্পর্ক খুঁজবে না


আল্লাহ যদি সত্যিই থাকেন তবে বিচার একদিন হবে
প্রভু ! শুধরাবে কি কভু তারা সেই দিনের কথা ভেবে


স্বার্থবাদী সম্পর্কগুলো যেদিন ষড়যন্ত্রে দিবে ডুব
আপন যাবে স্বার্থ ভুলে রক্ত তারে টানবে খুব


ভুল সম্পর্ক চিহ্ন করে কুল হারাবে যে দিন সে
অবহেলিত আপনরাই টানবে তারে ভালবেসে


তুমি যদি ধৈর্য্য ধরো আজ সহ্য করো অবিচার
হক হালালে থাকলে পরে একদিন পাবে সুবিচার !


ইবাদত আর বন্দেগীতে জিন্দেগী দাও পার করে
ভয় পেয়ো না সাহস রেখো আল্লাহর সহায় ধার করে !


চাইবে সবাই করতে ক্ষতি দিন রাতি- ফল হবে না কিচ্ছূটি
তুমিই দিনের শেষে উঠবে হেসে মরবে কেবল বিচ্ছুটি !


( মরমে চরম ব্যথা
এ শুধু নয় কাব্যকথা )


[ জগতের সকল (সহোদর) সম্পর্ক সকল প্রকার স্বার্থ লোভের উর্ধ্বে চির অটুট থাকুক সহমর্মিতা আর ভালবাসায়- আল্লাহ হোক সহায়
- আমিন ]


পতেঙ্গা, চট্টগ্রাম।