( শব্দচাষী )


অতোটা ডুবে যাবো জানলে
এতোটা সাহসই দেখাতাম না কখনো!


দীর্ঘ জলপথ পাড়ি দেয়া স্বর্ণ জয়ী সাঁতারু আমি ।


তোমার ঐ মন সাগরে নামতে নামতেই ডুবে যাবো
বুঝতেই পারিনি-।


অতো গভীরতা ছোট্ট ঐ শব্দটায়
অতো প্রবল স্রোতের টান ঐখানে
অতো তরঙ্গ উঠে ঐ অতোটুকুন জায়গায়
ভুল করে না নামলে বুঝতেই পারতাম না-


-প্রেম সাগরের এততো গভীরতা !
-এতো ক্ষীপ্রতা!


শ্রেষ্ঠ সাতাঁরু হয়েও যখন হাবুডুবু খাই
তবে কি আমার সাঁতার শেখা এখনো বাকি
তবে কি আমার শ্রেষ্ঠত্বের পদক পুরোটাই বৃথা!


এই ব্যর্তথা আমি কি করে ঘুচাই?
এই ব্যর্থ পুরুষ পরিচয় আমি কোথায় লুকাই?


আমি কি করে শিখবো -
কে শিখাবে আমায় ?
দক্ষ সাঁতারু হওয়ার সুকৌশল
প্রেম সাগরের অথৈ জলোধারে-
_________
পতেঙ্গা, চট্টগ্রাম।