নৈঃশব্দ ঘুনপোকায় এখনো এখানে সমাজ ভরা
নিবিড় কর্ণপাতে শুনি তার নিরব মুষলধারা।
নিয়ত নিয়তি করে ছল চাতুরী
তাসের ঘরে ঠাঁয় মর্যাদার সিঁড়ি।


রমনী ললনা হয় লালসায় মামুলি পন্য
ভৈবভের স্রোতে ভাসা দোপায়ে দানবের জন্য।
একটি করে সাজে প্রতিদিনের ডাইনিং টেবিলে
কাঁটা চামুচের খোঁচায় আহা আদিম সুখ মিলে।


ফরমালিন মানব গুলোর মন মনুষ্যত্ব
অহরহ হায় হারায় শ্রেষ্ঠত্বের অস্তিত্ব!
উঁচু করে চোখ তুলে সারমেয় আজ
তাচ্ছিল্যে দাবি করে শ্রেষ্ঠত্বের তাজ!


কাদা খোঁচা বিছার মত জীবন ধারণ
লোভ মোহে গ্রাস করে আপন স্বজন।


সম্বোধ সম্পর্ক সমকালের পাপ
আত্নকেন্দ্রিকতায় জুঁড়ে আধুনিকতার ছাপ।
নির্লজ্জ বেহায়া ঠোঁট কাটা জন
এখানে এখন বড়ই সমীহ ভাজন।


মানবতা দেশপ্রেম সেলুলয়েড ফিতায়
এক ফোঁটা আরাধ্য মেলেনি বাস্তবতায়।


খোদা ভীতি ইবাদত ঈমান আকিদা
যেন সব ঐচ্ছিক;প্রয়োজন বেহুদা!


এখনো এখানে সমাজ সৃষ্টিতে গান গায়
স্রষ্ঠাকে বৃদ্ধাঙ্গুলী যতটুকু বড় করে দেখানো যায়!


____________________
কাব্যগ্রন্থঃ কবিতার সতীন(১)২০১৯ইং
____________________
পতেঙ্গা, চট্টগ্রাম।