তোমরা ভালোবাস না (আমাদের)
তবু ও সৃষ্টি করে যাই (আমরা)
সৃষ্টি করেই যাবো (হয়ত)-


স্রষ্টাকে ভালোবাসে জগতে কয়জন?
সৃষ্টিকে নিয়েই যত মাতামাতি-(তোমাদের)
জীবনের আর্দশ ও করে নেয় কেউ কেউ
কেউ কেউ বাজি ধরে জীবনের...
অথচ আস্তকুঁড়ে ফেলে রাখে
সৃষ্টির স্রষ্টাকে...
পারে না কিছুই দিতে উজাড় করে কখনও।
জীবন বাজি- তা তো স্রষ্টা চায়ও না।
কখনও বা মনে হলে
মনে যদি দয়া লাগে...
(স্রষ্টাকে ও দয়া দেখায় এ যুগের পৃথিবী!)
যৎ কিন্চিত কুর্নিশ- সম্মানে।
তাতেই কি চলে?