প্রার্থনা -০২


আমারই ঠাঁই নাই বা হলো দু’দিনের দুনিয়া মাঝে
তুমি আমারে দিয়ো শুধু ঠাঁই তোমার হৃদয় মাঝে।


জড়াও তুমি আমারে প্রভু তোমার সকল কাজে
তোমার আজ্ঞা পূর্ণ করো আমার জীবন মাঝে।।


সংযত করো বঞ্চিত করো
ধরার সকল সুখে
প্রাণিত করো সাহসী করো
সকল ভয় দাও রুখে।।


সংকীর্ন করো খর্ব করো আমার যতো অহংকার
মুক্ত করো প্রসস্ত করো আমার হৃদয় দ্বার।


নষ্ট করো তাড়িত করো
সকল হিংসা দ্বেষ
চাইনে কারো সবারে দিয়ে প্রেম
হই যেন নিঃশেষ।।


চাইনে কোন প্রতিদান কিছুর থাকতে প্রাণ দেহে
পূর্ন ঈমান নিয়ে যাই যেন সাড়ে তিন হাত গৃহে।।


তোমারই আজ্ঞা পূর্ন করে যাই যেন জীবন ভর
চাই শুধু এই তোমার দেখা জীবন নাশের পর।।