(গীতি কবিতা ০৩ )


তোমার গাঙ্গে আমার তরী বাইতে গেলে ডুবে যায়
এদিক ও দিক চৌদিকে ঝড় তুলে যে মাতাল বায়!
সামনে আর যায় না তরী; যায় না তরী পেছনে
ডুবে জানি মরবে তরী তোমার গাঙ্গের গহীনে।।


গর্জে উঠে মনের আকাশ
আস্তে দিয়ো প্রেমের বাতাস
যেতে দিয়ো উজানে ।।


সামনে আর যায় না তরী; যায় না তরী পেছনে
ডুবে জানি মরবে তরী তোমার গাঙ্গের গহীনে।।


আস্তে ধীরে বাইবো তরী
উজান পথে কিনার ধরী
পারবো কি না কে জানে ।।


সামনে আর যায় না তরী; যায় না তরী পেছনে
ডুবে জানি মরবে তরী তোমার গাঙ্গের গহীনে।।


শান্ত দেখে গাঙ্গের পানি তরী ভাসালাম চোখ বুজে
টলোমলো জল তরঙ্গ গভীরতা তার না বুঝে
উঠতে গেলে কুল কিনারে তরী ধরে যে কে টানে ।।


সামনে আর যায় না তরী; যায় না তরী পেছনে
ডুবে জানি মরবে তরী তোমার গাঙ্গের গহীনে।।


বৈঠাবিহীন ডুবে তরী
বল হারিয়ে যায় সে মরি
তোমার প্রেমের তুফানে।।


সামনে আর যায় না তরী; যায় না তরী পেছনে
ডুবে জানি মরবে তরী তোমার গাঙ্গের গহীনে।।


।।।।।।।।।।।।।।
পতেঙ্গা,চট্টগ্রাম।