মৃত্যু কেমন জানো?
জানো?
কেমন তার-স্বাধ
              গন্ধ
              বর্ণ আর -
কতটুকুই বা তার সীমা পরিসীমা
                স্থায়ীত্ব ?
মৃত্যু মানবের ছায়া-
জীবনের মতো পরম সত্য
-যা আলো আধাঁর ব্যতিত বুঝা যায় না ।
কেবল অনুভব করতে হয়-
                         উপায় নেই
নিত্য সঙ্গী
জীবন ঘড়ির শেষ সময়টা পর্যন্ত
তার স্থায়ীত্ব !


আর আমার কাছে তোমার স্থায়ীত্ব ?
মৃত্যুর এপাড়ের সীমা ছাড়িয়ে!


এ আমার ভালোবাসার গভীরতা !


১২.১০.২০০০ইং
পতেঙ্গা, চট্টগ্রাম।