আর কেউ নাইবা জানুক-
মুক্ত উদার আকাশ জানুক
শান্তির পায়রা জানুক
ঊষার রবি জানুক


ভোরের পাখি জানুক
রুপালী চাঁদ জানুক
চাঁদের আলোয় ঝিকি মিকি
জল তরঙ্গ জানুক


নীল গগণের লক্ষ কোটি
তারায় জানুক
সুশীতল শান্তি বয়ে নেয়া
সমীরণ জানুক


সৌরভীত কাননের গোলাপ
রজনী হাসনাহেনা জানুক
প্রভাতের মুক্তারুপী শিশির জানুক
ষড়ঋতুর বসন্ত জানুক


মিষ্টি কন্ঠের সেই পাখি জানুক
যৌবনের বেগে বয়ে চলা
সমুদ্রের উত্তাল ঢেউ জানুক
ভাবুক কবি’র মন জানুক


ভূ-গর্ভ পাতাল জানুক
উত্তর -দক্ষিণ পূর্ব-পশ্চিম
সারা পৃথিবী জানুক

সবার আগে
তোমার আমার মন জানুক
তুমি আমাকে আমি তোমাকে
ভালোবাসি- ভালোবাসি ।।


০৩.১১.১৯৯৯ ইং