এখন কবিতা হয় না, কেবল প্রেমে লোভে ভরাডুবি
দুই কলম লিখে হয় কি না হয় -সকলেই আজ কবি!!


অধিক সকল ভণ্ডের দল , ভাবের ঘরে চোর
ওদের কবিতায় এই নিশিথে আসবি ফিরে ভোর?


ব্যক্তি পূজা, ক্ষমতার কাছে ওদরে সর্মপন
জেগে উঠার স্বপ্ন দেখে ঐ অবচেতন মন?


নিছক প্রেমের বন্দনা করে এখন নওজোয়ান
পাপী তাপী প্রেমিক হতে  প্ররোচায় শয়তান।


তাদের কাছে প্রেম হয়না জেগে উঠার গান
হীন প্রেমে মজে মহান বীর্য হয় লোকসান!


কতক জনে রাজনীতির ঐ ভূত নীতিতে গা ভাসায়
দেশের কথায় দেশকে গালি? নিত্য ওরা লোক হাসায়!!


সাহিত্য আজ সত্যিই দেখছি যাচ্ছে রসাতলে
কতক জনে কলম খাটায় ব্যবসায়িক ছলে!


কতক করে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কাজ
- ধর্ম প্রচার করো তবে হয়ো না ধোকাবাজ”


চারদিকে আজ অশান্তি আর দুঃখের হাহাকার
নিপীড়িত দুঃখী মানবতা বাঁচাবে, আসে না বখতিয়ার।।


অন্যায় দেখেও নিরব থাকে হিজড়া যেন সব
বিলাইর মতো মিউ মিউ করে মিছে কলরব!


কবি’র নামে এখন জাগে ভণ্ডেরই দল সবি
ওদের কলমে লেখা হয় শুধু জাতির ভরাডুবি!!


তাই-
যতো আছো সত্যবাদী শান্তি প্রিয় হে কাব্য প্রেমিক
ভণ্ডের দলকে লন্ড করতে আজ জাগো অধিক।।
__________
পতেঙ্গা,চট্টগ্রাম।