__________


ভয়হীন বাঙ্গালী ভয় কর্!
ভয় কর্ করোনা'কে-
ভয় কর্ মৃত্যুকে
ভয় কর্ প্রাণ হারাবি ভেবে
ভয় কর্  স্বজন হারানোর ব্যথা মনে করে
ভয়  কর্  দেশকে ভালোবাসিস্ বলে!


ধরলে পরে
যাবি মরে
ধরলে  কিন্তু আর রক্ষা নাই!
বাঁচতে হলে
সবাই মিলে
হোমকোয়ারেন্টাইন মানা চাই ।


বিশ্ব জুড়ে মহামারি দেখ্ কতো লাশের ঢল!
জোয়ান বুড়ো ছাড় নেই কোন
দেখেও ভয়হীন কেন বল্ ?


ভয় পেয়ে তুই ঘরে যা’-
আর ভয় পেয়ে থেকে ঘর
ভয়কে জয় কর্ !


'৭১এর মতো মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত কর্
যেমন করে মুক্ত করেছিলি হায়নাদার থেকে
এবার ঘরে থেকে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ কর্
মুক্ত কর্ দেশ মহামারী ’করোনা’ থেকে-


সাবধানে থাক্ সতর্ক থাক
স্রষ্ঠাকে ডাক প্রাণ ভরে
তিনি দিলেন রোগ বালাই
তিনিই আবার রক্ষা করে!


হামবড়াতে থাকিস্ না আর মৃত্যু ভয়ে এবার ভীত হও
ভয় না ফেলে সাবধান হওয়ার
জানি সে জাতি তোরা নও!


তবেই-
বাঁচবে দেশ
বাঁচবে স্বজন
বাঁচবে আপন প্রাণ
আগের মতোই হাসবে দেশ-
হাসবে বিশ্ব _জাহান।


# হে আল্লাহ পৃথিবীর সকলকে  করোনা মুক্ত রাখুন-আমিন।


____পতেঙ্গা;চট্টগ্রাম।