বিষণ্ণতা, তোর কাছে ক্ষমা চাই ছেড়ে দে আমাকে
কাকের বিষ্ঠার থেকে জন্ম নেয়া বটের মতন
শিকড়ের জটাজালে আষ্টেপৃষ্ঠে যদি বাঁধা থাকে
মগজের প্রতি কোষ, তবে এই জরাজীর্ণ মন
পুরানো দালান হয়ে টিকে থাকে কতো দিন আর
পলেস্তারা খসে পড়ে ক্ষয়গ্রস্থ ইটের কাতার
মৃত্যুর যন্ত্রণা হয়ে খিঁচিয়ে নিজের দাঁত মুখ
প্রত্যহ জানান দেয় এ কেমন জটিল অসুখ