আমি আজ বড্ড একলা
রাত্রি হলে,
চাঁদও দেয় না দেখা।
গাছের সবুজ পাতাগুলো
ল্যাম্প পোস্টের আলোয়
নিভু নিভু নক্ষত্রের মতো।
বাতাসের হালকা ঝাপটায়
নিথর দেহে বিছানায় শুয়ে
খুঁজছি চাঁদ মামাকে।
হঠাৎ চমকে উঠলো
শত নক্ষত্ররাজি
বজ্রপাতের শব্দ বাজে।
এলোমেলো ভাবনায়
ছুটছে হাজারো স্বপ্ন প্রাণ,
কবে মিলবে পরিত্রাণ।
বেলা শেষে যখন সন্ধ্যে আসে
চোখেতে শত স্বপ্ন ভাসে,
বাবা ফিরবে দিন শেষে।
মায়ের হাতে কালো ভুনা
প্রিয়সীর বানানো রুটি
ফের লবণ স্বাদ জ্বালা
মুখে তীব্র হাসি
প্রিয়সীকে আমি বড্ড ভালোবাসি।
আজ যেনো সব স্বাদ
হারিয়ে গেছে,
নেই লবণ, ঝালের জ্বালা
মায়ের অপেক্ষা আর বাবা
তো ফিরলোই ঈদ শেষে লাশ হয়ে
আমি আজ বড্ড একলা
প্রিয়সীও নেই আজ পাশে
নেই বাবার কড়া শাসন
নেই মায়ের কোমল অভিমান।