তুমি ভুলে গেছো বাঙালীর  কথা
তুমি হয়তো ভুলে গেছো  বাংলার ধারা।
বহু খেটে খাওয়া মানুষ দিন মজুর আছে
এই বাংলার বুকে।
আছে মধ্যবিত্তের আর্তনাদ
কখনো  একটু সময় পেলে
তোমার  গাড়ির  কাঁচ খুলে,
দেখে নিও দুটো গোলাপ হাতে
বছর ছয় পাঁচের শিশু হাঁটছে,
চোখে মুখে ক্ষুধার ব্যথা নিয়ে।
তারই পাশে দেখতে পাবে
বাইছে বহন চাকা তার তিনটি,
চোখ মুখ শুকিয়ে এসেছে
হয়তো মেলেনি দুপুরের খাবার আজ।
গ্যারেজ ভাড়া দিতে হবে
দিতে হবে মেছের  টাকা।
কিস্তির কথা হয়তো ভুলে গেছে
রাতের খাবার খাবে কি করে?
বাংলাদেশ যদি হয় লকডাউন
যাবে কোথায় তারা?
একবারও কি দেখেছিলে ভেবে
হবে কি তাদের বেলা শেষে
দেবে কি তুমি  তাদের কিস্তি তবে
খাবার  তুলে তাদের মুখে?
একটু  ভেবে দেখো
কি হবে তবে?