এই শহর আমার বড় অচেনা
অজ্ঞাত এই কোলাহল বিহীন  দুপুর
বন্দী জীবনে অবারিত বাতাস
আকাশ পাখির খোলা সাজ।
বেড়ি পড়া হাত-পায়ে  
চোখে পরিত্রাণের আশা।
অজানা খাঁচার ভেতর
আটকে থাকছি দিনভর
বহু আশা বুক চেপে
গুনছি প্রহর দিন শেষে
চার দেয়ালের মাঝে বন্দী
শক্ত হৃদয় বাঁধি।
মুক্ত হবার আশায়
খয়রাতির সাজে আকাশের দেশে
পাঠাচ্ছি প্রার্থনার বেশে
মুক্তি পত্র প্রভুর নামে।