বায়ু আজ দূষণমুক্ত
মুক্ত আজ পাখিগুলো
নেই দূষণের ভিড় আজ।
বায়ু কার্বন-ডাই-অক্সাইড মুক্ত।
দিন কয়েক আগেও ছিল
ওজোন স্তর ক্ষতিগ্রস্ত।
জীবন ফিরে পেল বহু বৃক্ষ,
কত নারী মুক্ত
ভয়-ভীতি হীন সাজ
ধর্ষক শ্রেণী বন্দী থাক।
উঁচু তোলার ঘুষখোর
জব্দ তবে দিনভর।
পেনশনের টাকা নিতে আর
আসবে না প্রবীণ ধার।
ধনীর অত্যাচার তবে
থামল এই বার।
শত যুদ্ধ-বিগ্রহ থামাতে বাধ্য
হিংসার পাটাতন,
নিমিষে হারিয়ে গেল।
ধর্ম জাত ভেদাভেদ  শেষে
হল সমাজ ঐক্য সমাবেশে।
উঁচুতলা নিচু তলার এক হয়ে
মুক্তির আশায় দিন কাটায়
কয়েদির বেশে।
তবে কি হল
সমাজ শুদ্ধ একেবারে?