এ এমন ধাঁধাঁর অবনী,
যে ভাবে-
সে ভাসে তখনই।


অদেখা যে আলো, সে দেখায় পথ,
একই পথে কত পথিক-
তবু হরেক রকম মত।


কি খেলায় কাটে বেলা বিধির, বিধিই জানে,
অমিলের পথে মিল খুঁজে চলি-
না জানি কিসের সে টানে !