কোন স্বপ্ন আর নয়, ছোঁয়া যাবে না আর ভয়
লিখা গল্প আর নয়, কবিতায় যেন মৃত্যু হয়
গানের তোলা নৌকায়, সূরের তোলা পালে
আমি নোঙর হয়ে আকড়ে ধরে বেঁচে আছি মহাকালে


সময় দূরে চক্র ঘুরে, ঘড়ির কাঁটা হয়ে
জীবন থেমে ব্যস্ত জ্যামে, নিয়নের আলোর ভিড়ে
শহুরের কাক করছে হাহাকার, ব্যস্ত শহর অর্থের মোহে
জীবনের ডাকে এনেছি অন্ধকার
সব আলো গিলে আধার আরো হয় গাঢ়
আমি হারিয়েছি আমায় এই ব্যস্ত শহরে
আমি হারিয়েছি স্বপ্ন এই অর্থের নগরে
আমি খুঁজেছি আমায় রেলক্রসিং এর ওপারে।


আমার সব ক্লান্তি বিষন্ন অপ্রাপ্তি
ভুলের মিছিলে নিঃশব্দ স্লোগানে
আলোর মশাল ছেড়ে পালায় আগুন
ক্রোদের সব সন্ধি, সব আমার প্রতিধ্বনি
আমার গানে সূরের ফাঁস, অদূরের মরিচীকার লোভে
আমায় আরো করে তুলে নিঃস্ব
আমি ছুটছি কিসের পিছু, যেন মিথ্যের আবার মৃত্যু
কোন ছায়া আমায় করে তোল আরো হিংস্র
আমি কিসের নেশায় মগ্ন, যেন নরকের আগুনে দগ্ধ
আলো জ্বেলে আরো অন্ধকার ছড়াই।