দিনটা ছিল বিশেষ বুধবার_
হাতে ছিল , সাদা গ্লাডিওলাস
নিজেকে অত সৌভাগ্যবান,  মনে করিনি ।


এটা ছিল অনেক রাতের পর ,এক দিন
ছিল দীর্ঘ রাত্রি জাগরণের ক্লান্তি
সাথে তোমার উচ্চ লেন্থের হাসি
পানাম নগরের, অতি প্রাচীন দেয়াল
ছিল তক্ষক,  শোভিত পত্র-পল্লব ।


তুমি চিমটি  কাটলে ,আমি শিহরিত
প্রথম ছোঁয়া ,প্রথম প্রেমের মত  
রক্ত চাপ বেড়ে গেলো ,
বেড়ে গেলো ছোঁয়ার নেশা ,
জেগে উঠলো পানাম নগর
জল কেটে ভেসে চললো বাণিজ্য তরী
মানুষের কোলাহল,জেগে উঠলো
পুরনো দেয়াল,
পুরনো জীবন যাপন ।


আবার চিমটি কাটলে , আমি শিহরিত,উদ্বেলিত
ফিরে এলো ,ধূসর পানামা
তুমি জানালে না কিছুই ............