বুকের বাঁ পাশে কনকনে ব্যথা
ভীষণ ভোগাচ্ছে আমায়,


ভোগাচ্ছে তোমার অবোধ হাসি,
আলতো পলক,
রেগে গিয়ে হেসে ফেলাটা,
অথবা নেয়ে যখন চুল শুকাও
অসহায় হয়ে যাই_ ।


ম্লান করো,  রাতের আকাশ
জোনাক জলা পথের দূরত্ব
হেটে যাই ক্লেশহীন_,
ছন্দে ছন্দে যখন,
আবৃতি করো ,
'সৃষ্টি সুখের উল্লাসে '  
অসহায় হয়ে যাই _,


আমসত্ত্ব কিংবা তেঁতুল খাওয়া
ঠোঁট দুটোকে ঈষৎ বাকিয়ে,
দারুন হেসে রত্তিম লাজ_।


তোমার আমার ছায়া ছায়া খেলা_,
বুকের ভেতর দিড়িম দিড়িম,
অসহায় হয়ে যাই......