বিস্ময়গুলো  বেশ বোধহীন হয়ে পড়েছে
কর্পোরেট অভ্যাস ,
আর দিক ধর্মহীন জিঘাংসা ,
অন্তর্মুখীতা বিস্ময় বোধকে করেছে পঙ্গু
স্বার্থপরতা  এখন অতিপ্রয়োজনীয় অক্সিজেন_।


প্রতিদিন বিস্ময়গুলো জলাঞ্জলি দেয়া
টিভি সিরিয়াল ও আবেগহীন সহবাস ।


তুমি-আমি
মিছে ভালবাসার বিস্ময়
ডুয়েল ,ত্রিপল  সিম
কানপাশা ও চাবির রিঙ্গের মতো নিত্যকার _।



উদ্বৃত্ত বলে কিছু থাকে না
না প্রেমে না ঘামে_,
আকাশ দেখার সময় কোথায়
বিশ্বস্ত ঘড়ির কাটা মুখস্ত করে
দিন যাপন
বৃষ্টির ছটা ,দিতে পারে না বিশ্ময়
পঞ্জিকা  এখন আর পূর্ণিমা  ও অমাবস্যার
মানে জানায় না_।