বৃষ্টি
তোর সাথে
বিদ্রোহ করেছি
আমি আর ভিজবো না_,
ভিজবো না
ভিজবো না
তুই যা খুশি কর_,


ডুবিয়ে দে আমার বসতভিটা
চিনা মাটির পুকুর-ঘাটলা
ধানি জমি  শস্য শ্যামলা
কলের দুয়ার
কাগজি লেবু
রাস্তা,ঘাট ,ইশকুল ,আলমারি
ভাসিয়ে নিয়ে যা পাণ্ডুলিপি
আমি আবার লিখতে বসবো
তোর বিপরীতে কলম ধরবো
তবুও আমি ভিজবো না
ভিজবো না
ভিজবো না_।