তোমার কাছে যাব বলে,
গুলিস্তানের বাস ফার্মগেট
নামিয়ে দেয়,
শখের জুতো জোড়া মেরে দেয় কেউ ,
রিক্সার টায়ার ফেটে যায়
ধর্মঘট,কার্ফু, ঝড় ,জলোচ্ছ্বাস
লেগেই থাকে.......

যে দিন প্রথম ঠিক করি
তোমার কাছে যাব
সে দিন থেকে_,
পিছু নিয়েছে_
মায়ের বাজারের ফর্দ ,ইলেকট্রিক বিল
বাবার লন্ড্রি
স্কুলের বেতন
মেকাপ ক্লাস
মশা,মাছি ,ম্যালেরিয়া
রিক্সা, দুর্ঘটনা
ফার্মাসি ,পেইনকিলার_।


আবার তোমার কাছে যাব বলে, পথে নেমেছি
নিরুপমা সাথে দেখা হল
মাঝ রাস্তায়_,
সকল  প্রকার হাসি হেসে বিদায় নিলো
বলল, তুমি নাকি ছিঁচকাঁদুনে
বৃষ্টি দেখলে হাপিয়ে উঠো
শরৎ তোমায় উদাস করে না
আমি তবু পথ ছাড়িনি_


তোমার কাছে যে, যেতেই হবে.........
একটা  পূর্ণ  জীবন পার হয়ে এল
একটা অপূর্ণ সাধ রয়ে গেলো ,
শুধু তোমার কাছে যাবার _।