এ যেন অস্তিত্ব খোঁজার মিছিল
আমি-তুমি, তুমি-আমি
নিজের ছায়াও যেখানে অস্তিত্বহীন ও  অপরিচিত
নিজস্ব পদযুগল আজ বিদ্রোহী
অতি পর
হাত দুখানা আঁকড়ে ধরে থাকতে চায়
শেষ অস্তিতের চিন্হ
জিহ্বা শেষ লালাটুকু শুশে নেয়
শেষ আকুতির জন্যে
ছিটকে যাই
গভীর বোধ থেকে
অতি ধির পড়ে যাওয়া......
শেষ শুদ্ধ অনুভূতি ,মরনপন
ছলনা করি,করি অভিনয়
কীটের অস্তিত্ব নিয়ে
মানুষ নয় কীটের বেশে ।