বসে আছি
সূর্য তার গরিমা হারাচ্ছে
হয়ত কাল ফিরে পাবে বলে
পড়ন্ত বিকেলের আলোয় বসে আছি
কোনো অন্তর্নিহিত  তাড়নায়
দিনের আলোয় সুখী হবো বলে
আঁধারকে  ভয় পাওয়া ,ঘুমুতে যাওয়া ।


দিনের আলোয় সুখী হবো বলে
আলো একটা অভ্যাস ,রাত অনভ্যস্ততা   ।