একদিন পথ হারাবো বলে
চেনা পথে বাড়ি ফিরিনি
তাৎপর্যপূর্ণ মেঘ,
আর গরাদের মতো বৃষ্টি ঘিরে ধরলো আমায়
ভেবেছিলাম শহরটা হয়তো
ছাকনির মতো ফুটো ফুটো হয়ে যাবে
তুমি আময় চিনবে না ,
শিউলি গাছের তলায় ঠিক দাড়িয়ে  থাকবে
তোমার উপবাসী  চোখ আমায় খুঁজবে
বড় বড় বৃষ্টির  ফোটার মতো বসন্তের দাগ নিয়ে
হয়তো থাকবো
তোমারই চেনা ছায়ায়
তাৎপর্যপূর্ণ মেঘ থেকে বড় বড় বৃষ্টির ফোটা  পড়বে
ডুবে যাবে রেল, বন্দর , বাসস্টপ
ডুবে যাবে চেনা ছায়া
ভরহীন আমি তোমার মনস্তাপের কারন হবো ।


হয়তো একদিন বৃষ্টি হবে না
স্বাভাবিক তুমি
স্নান করে এসে
চুল বাঁধবে
তোমার নিরন্তর ভ্রু
তোমায় ভুল বঝাবে না ।


এক  দিন নীল আকাশে
------------------কোনো মেঘ থাকবে না ।