অনেক চিন্তা করে দেখেছি ,কবির কাজ কি ?
শুধুই কি কবিতা লিখা না অন্য কিছু ...আমি একজন সাধারন মানুষ, তাই বোধ থেকে কথাগুলো লিখলাম...


একটি কালো কাক যেমন কবিকে আন্দোলিত করে,তেমনি একটি শুভ্র শান্তির পায়রা ও কবিকে আন্দোলিত করে ।কিন্তু কবি নির্মোহ হয়ে কাককে করেন উচ্চকিত।কারন কবি সুন্দর কে জানেন অসুন্দরের মধ্য দিয়ে এবং কবি নির্মোহ হতে পারেন বলে।তবে কবি ভুলে যাননা পায়রার শুভ্রতা ।নির্মোহ হয়ে কবি বন্দনা করেন কালো কাককে ।তাইতো কবি পারেন অমোঘ সৃষ্টির বাতাবরন গ্রহন করতে ।এ জন্য কবিকে বিসর্জন দিতে হয়.........আপন সত্ত্বা,ইচ্ছা,স্বাধীনতা ।বেচে থাকতে হয় শত প্রবঞ্চনা থেকে ......তবেই সৃষ্টি হয় কবি ও কবিতা ।