সে বার (প্রথমবার )তোমার বাড়ির উঠোন থেকে
ফিরে গিয়েছিলাম।
তোমার প্রেমে যে তখন ঠক ঠক করে কাঁপছিলাম,
তুমি ছিলে তখন নিতান্তই একটা সেল ফোন নাম্বার।
যার মিষ্টি কণ্ঠ আমাকে উদ্বেলিত করতো
সকাল-বিকাল নিয়ত প্রহর কেটে যেতো এক ফু তেই।
কথা ছিল ,কখনো দেখা করবো না
কথা ছিল ,নাম জানবো না,ঠিকানা জানবো না
অনেক না জানার মধ্যে
একটা কথা ঠিকই দু জন জানতাম
বুকের গহীনে দুরু দুরু সত্যটা ।
নির্ভীক আমি ভীতো ছিলাম
তোমার ভালোবাসায়,
তাই কথা রাখতে পারিনি
রুখতে পারিনি নিজেকে...
অনেক লুকিয়ে চুরিয়ে
তোমার স্নিগ্ধ চোখ দুটো জানলাম
তুমি বরাবরই ছিলে-
আমি এদিকে তাপ-দাহে ভীষণ তৃষ্ণার্ত ।
তুমি "না" জানালে ,জানালে conservative family
হতাশাচ্ছন্ন আমি দেখা করতে চাইলাম
তুমি ঠিকানা বদল করলে
একদিন সেল ফোনটা চুপ হয়ে গেলো
রাত কাটলো ,দিন কাটলো
আবার রাত ,আবার দিন
রাত-দিন ,দিন-রাত ,রাত -দিন
শেষ বারের মতো টেক্সট করলাম
--ভালো থেকো প্রিয় শালুক লতা_।