কখনো কি দেখেছো আগুনের ফুলকি, প্রিয় পাণ্ডুলিপি পুড়িয়ে,
আগুনে পোহান  শীতের রাতে?
বাতাসে ভেসে যাবে পাণ্ডুলিপি ফুলকির মতো
আশেপাশের গাঢ়ো অন্ধকার রাতকে অতিক্রম করে।
উপশম করবে শীত,
হয়তো অব্যক্ত অনুবোধ,
তেপান্তরের মাঠ পেরিয়ে এই ক্ষুদার পৃথিবীকে ।
নয়তো বাতাসে ভেসে যাবে ফুলকির মতো,
হয়তো কেউ কুড়িয়ে  নেবে,
নয়তো অব্যক্তই থেকে যাবে।
এরপর রাত শেষ হবে ,শেষ হবে পাণ্ডুলিপির শেষ পাতাটিও।