সমুদ্র আমায় বিভ্রান্ত করে
বিমূর্ত চোখ ,অপাপবিদ্ধ মন নিয়ে বেরিয়েছিলাম
সমুদ্র আমায় গ্রহন করেনি
তার বিপুল জল রাশি আমায় গ্রহন করেনি
আমি থমকে গিয়েছিলাম তার বিশালতার কাছে
আমার যান্ত্রিক মনন গ্রহন করতে পারেনি তার বিশালতা।


ভেবেছি হয়তো কারো দুঃখ এই জলে আঁকা আছে
কোন সুদূর শহরের  কারো বেল্কনিতে
অশ্রুর মতো বৃষ্টির ফোঁটা হয়তো লবনাক্ত জল হয়ে
আমার পা ধুয়ে দিলো...
আমি ছুয়েছি অজান্তে।


ভেবেছি টকটকে সূর্যের নিচে শুকতে দেবো ছায়া
আঁধার ঘনানোর আগেই তৃপ্ত হবে মন
আমার সব অনুযোগ ধুয়ে হবে সাদা ঢেউ
ফিরবো নিষ্পাপ বালুচরে...


সমুদ্র আমায় গ্রহন করেনি
তার বিপুল জল রাশি আমায় গ্রহন করেনি
আমি যে আমায় খুঁজতে গিয়েছিলাম
সমুদ্র নয়...।