হেঁয়ালি
তুমি আমার কল্পিত অশ্রু
থরে থরে মেঘের উপর সাজানো আঁধার প্রিয়া
ব্যস্ত সন্ধ্যার শেষে
শেষ না হওয়া চুম্বন...
---------------------------------------------------------
কোন এক জনকে
খুব সহজেই হারিয়ে যাই
তোমার চোখের নীল নিবিড়তায়
উদভ্রান্ত লাগে ,বিবস কাটে রাত
হারিয়েছি চাতক পাখি
হারিয়েছি সব তোমার পেলব চুলের অবগাহনে...
---------------------------------------------------------
তুমি আমার এক নিশীথে ঘর ছেড়ে যাবার তীব্র অভিলাষ চুরি যাওয়া মেঘের নিনাদ,
আমি প্রতিনিয়ত পথ হারাই;
এক জোড়া সরল চোখ ও মৃদু চুলের অবগাহনে।