কবিতা লেখার  আসলে কোনো নিয়ম হয় না, নিয়ম করে কবিতা লেখা ও যায় না। কবিতা এক ঝলক বাতাস যেন, আসবে  তার নিয়মে যাবে ও তার নিয়মে।


আমি যে সব  বিষয় খেয়াল করে কবিতা লিখি ,আপনাদের সাথে শেয়ার করছিঃ



১। দিনের কোন কোন সময় আপনার মনটা হয়তো, বেশ তরল/অনুপ্রাণিত বোধ করবেন,সেই সময়টা খুঁজে বের করতে হবে।অথবা তৈরি করতে হবে। রাতে ঘুমনোর আগের সময়টা খুবই চমৎকার,আমি বলব পড়া লেখা করার জন্য এই সময়টা খুবই উৎকৃষ্ট।
২। একটা নির্দিষ্ট সময় পড়া লেখা করা অতিব জরুরী।
৩।যেমন পরিবেশে আপনি ভালো বোধ করেন তেমন পরিবেশ তৈরি করুন। একটা কথা মনে রাখবেন প্রকৃতির সংস্পর্শে যত থাকবেন তত ভালো, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না।  এবং নিজের পছন্দের দিকে একটু খেয়াল রাখবেন,যেমন পছন্দনীয় কলম ,প্যাড ইত্যাদি ইত্যাদি।
৩। কিছু পড়ে (হোক যে কোন কিছুই ম্যাগাজিন ,গল্প ,কবিতা) লিখতে বসাটা খুব কাজ দেয়।
৪। নিজের প্রিয় কবিতাগুলো( আগের লিখা)পড়ে লিখতে বশ্তে পারেন।
৫। কবিদের এই অনুভূতিটা বেশ হয়,হটাৎ দু একটা লাইন মাথায় চলে আসে,আমি এমন হলে লিখে রাখি। আপনাদেরও লিখে রাখতে বলব,হটাৎ করে আসা এই লাইনগুলো আপনি আর নাও পেতে পারেন। প্রকারন্তে বলব,শতকরা ৯০ ভাগ হারিয়ে যায়। ব্যস্ততা শেষে লিখতে বসুন অমূল্য কিছু কবিতা পেয়ে যাবেন।
৬। কখনই চাপ নিয়ে লিখবেন না।


(চলবে)