পথ পেরোতেই তোমায়  দেখলাম
আমি তখন পেরিয়েছি কৈশরের আহবান।
বইমেলার উঠোন পেরিয়েই শাহাবাগ সড়ক।
বিকেলের আলোয় টি এস সি র মোড়,
তুমি ছিলে ওড়না ভাজ ভাংগা পরীর মতো
আমার পরনে তখন শীতের প্রসতুতি।
আমি দেখলাম কোনাকুনি আংগেল তোমাকে
যা কখন ঘটেনি,অবাক চোখ
আর অনিরাপদ তোমার উস্ন নিতম্ব।
তুমি ছিলে বিশ্ময়ের পরিধি
সুতনুকা আমি এমন ছিলাম না
লাল সেলোয়ার কামিজ আর ওড়না
আমায় দামি করেছে।
তুমি চাইলে, হেসে উঠলো বাতাস
বিকেলের আলোয় তোমার নিবিড় চোখ
আমি এমন দেখিনি
আমি এমন ছিলাম না
আমি এতো  ভালো  থাকিনি কখনো।
অত প্রেম অত উস্নতা
কত ভয় কত উৎকনঠা
কত জয় কত নিশ্চয়তা।
শিয়রে তোমার ঘ্রাণ,
পাশা পাশি হরাইজন্তাল ওড়না,
আমার শত চাওয়ার  প্রথম প্রেম তুমি।
এর মাঝে তুমি হেটে চলে গেলে
বুকের অলিন্দ পেরিয়ে
শহরের কোনো এক পরিচিত ঘরে
আমি জানিনি কোন কিছুই।