তুমি না হয় অমীমাংসিত
২০-২-১৭
এই শহরে তুমি থাকো
জানালা গুলো ঝোপের কাছে
ল্যাম্পপোস্টর বাতি নিভিয়ে আমি যখন শুয়ে পরি
রাস্তা গুলো বাঁক পেরিয়ে তোমার বাড়ির ঝোপের কাছে
এক চুমুতে কতটা আর বেলা কাটে
ঝোপ গুলো এখন পানসে ভীষন,বিকেল বেলা তামাটে আর
রাত্রি কাটে শহর জুড়ে।