পৃথিবী ব‍্যাপ্ত অন্ধকারে,
দুরাশার কালো মেঘ
আর----
আষাঢ়ের অকাল বর্ষণে
বানভাসি মানুষ আমরা
বামভাসি।


সর্বশ্রান্ত, বাস্তুহারা যদিও,
দিই ভোট ফীবছর, নিজ
অধিকারে।
"গণতন্ত্র রব" তুলে যুদ্ধ হয় যত,
আকাশ লাল হয়:
আমাদের শোণিতসিক্ত লাল পতাকায়!


তবু------
লোকতন্ত্রের ধ্বজা উড়িয়ে আসে
নির্বাচন,
কোটি কোটি টাকা ওড়ে বাতাসে বাতাসে
পদ্মাপাড় ভেঙে পড়ে চোখের নিমেষে।


তমসাবৃত পৃথিবীর-----
স্তুপাকৃত টাকার পাহাড়ে,
অতিশয় শ্বাপদ ফণা তুলে
বারংবার ক'রে আস্ফালন
এ পোড়া দেশে!
অভুক্ত মানুষের কলজে নিংড়ে
পদ্মার চোরাশ্রোত কেড়ে নেয়,
আমাদের বাঁচার স্বপ্ন----------।


রচনাকাল -০৮/০৭/২০০৬