নিস্তব্ধ চারিদিক।
কোলাহলশূণ্য মাঠ--
দোকান-হাট-বাজার।
ব‍্যস্ততা নেই কোথাও---
শহরের সব আলো
নিভে গেছে আজ।


সেখ আনোয়ার, হায়দার,
অভিষেক, অম্বিকা
মেলেনা একসাথে আর।
চাপা গুঞ্জন সর্বত্রই
তবে কি এটা-----?
----জনসংখ‍্যা এভাবে
বাড়লে------ভাবুন তো ?
"দেশটা কষাইয়ের হাতে
ছেড়ে দেবনা।" দৃঢ় অঙ্গীকার।


বলীযজ্ঞ শুরু হল।
জামালের হাতে সৌমেন,
তারকের হাতে জলিল, জব্বার।
আকতার, নাজমল, দীপক, দিবাকর
-------আরও অনেক--------
শেষ আলো দেখে নিয়ে
বিদায় নেয় ভাঙা স্বপ্ন বুকে।


সবে সাতটা হল।
আর বাকি ? তেইশটি।
কোলাহল আর নেই।
শুধু রক্তের নদী,
কল্ কল্ শব্দে বয়ে যায়
রাজপথ দিয়ে।


রচনাকাল..../// ২৫ সেপ্টেম্বর, ১৯৯৬