খুশি


ও পাড়ার রামা-বামা শান্ত ছেলে
এ পাড়ার গঙ্গা ফড়িং দাবার চালে
করল বাজিমাৎ
ডাকাত কুপোকাৎ।
দু'পাড়ায় নাচছে সবাই ঢাকের বোলে-তালে।


আয়না


চক্কোতিদের বড়বাবু কিনেছে এক আয়না
ঘষাকাঁচ মুকুরে মুখ  যে দ‍্যাখাই যায়না।
হিং টিং ছট্ মন্ত্রে
আজব সে যন্ত্রে
আলোকের ঝলকে উড়ে পোষা ময়না।


নয় কুড়ি বুড়ি


ক্ষ‍্যান্তা পিসির মান্তা মাসির ন'শাশুড়ী
চড়ল প্রথম পোঁটলা বোঝাই গোরুর গাড়ি।
গাড়ি চলে গড়গড়িয়ে
বুড়ির দম যায় ফুরিয়ে
বেশী তো নয় বয়স তার, সবেমাত্র নয় কুড়ি।


বোকার হাসি


লিমেরিক ফিমেরিক দুনিয়ার চারিদিক
নিয়মটা জেনে ঠিক লিখে যায় ছান্দসিক।
ছন্দেই পড়া যায়,
ভাব বোঝা বড় দায়‌।
অন‍্যের হাসি দেখে হাসে বোকা ফিক্ ফিক্।


ছড়াবাজী


ছড়া ওয়ালা লেখেন ছড়া মনের আনন্দে
ফেরিওয়ালা করেন ফেরি সকাল হতে সন্ধ‍্যে।
খোকাখুকু পড়ে ছড়া,
চক্ষু দুটি ছানাবড়া।
দিদিমণির কপাল ঘামে লিখতে পদ‍্য ছন্দে।


রচনাকাল.........….২২/১০/২০২০