কালো অক্ষরগুলো
চেনাই হলোনা তোমার।
ঘোষণা ছিল
চোদ্দ বছর বয়স অবধি
তুমি, ছুটবে, হাসবে, খেলবে
কালো স্লেটে পেন্সিল দিয়ে
আঁকিবুকি কাটবে মনের খেয়ালে।
চিনবে রবীন্দ্রনাথ-নজরুল।
ছড়া বলবে, ছবি আঁকবে
নিজের মতই।
নীল আকাশে কল্পনার ডানায়
ভর করে পাখা মেলবে।
তুমিই ভবিষ্যৎকে পথ দেখাবে।
সেই তোমাকেই
চিনতে হলো
চা দোকানের গনগনে আঁচ,
কেটলি, কাপ-প্লেট।
শিখলে কী করে ঘষটে ঘষটে
কালোকে শাদা করতে হয়,
জানলে ভাঁটার ইঁট তোমার
খেলার সাথী। তোমার কল্পনা
মাঠের সোনা-ধান।
নিজের নাম লিখতে তাই
অবলিলায় বাড়িয়ে দাও
বাম হাতের বুড়ো আঙ্গুল।
তোমার ভবিষ্যৎ যারা চুরি করেছে
তাদেরই সেলাম ঠোক।



রচনাকাল........০৭/০৯/২০২০