কবি সাকিব জামাল হরিণী নয়, সিংহী হও নারী কবিতায় বর্তমান সময়ের ঘটে চলা পাশবিক এক জিঘাংসা থেকে নারীর আত্মরক্ষার এক অতীব সুন্দর চমকপ্রদ পথ বাৎলেছেন। সভ‍্যতা সংস্কৃতি যত এগিয়েছে, মনন পিছিয়ে তত। নারীকে আমরা আজ দেহসর্বস্ব ভোগ‍্যবস্তুতে পরিণত করেছি। আজও নারী নিরাপত্তা মানেই পুরুষের সাহচর্যেই আটকে রেখেছি। একাকীনী নারী পথেঘাটে, কর্মস্থলে মানেই পুরুষের লালসার শিকার। বাড়ছে নারী নির্যিতন। নিরাপত্তাহীনতায় তারা আজ বিপন্ন। আত্মশক্তিতে বলিয়ান হয়ে নারীকে সবল হতেই হবে। তাই হরীণী নয়, সিংহী হওয়ায় যে আত্মশক্তির এক অনন‍্য পথ তা সুন্দর উপস্থাপনায় মরমী আবেদনে জীবন্ত হয়ে উঠেছে ।