এই বঙ্গে------
'শরৎ' বিদায় নিয়েছে
সেই কোন্ আদ্দিকালে।
আর ফেরেনি।
'দিনেশ' আর মুখ ফেরায়না
এদিক পানে।
'বাদল' দিনে 'ক্ষুদিরাম'
শুধু তোমায় মনে পড়ে।
'প্রীতি'র বাঁধন, 'বিনয়'র
ভাব কোথায়, 'রামমোহন'?


এই বঙ্গে------
'কানাই,' 'নজরুল'র
উদ‍্যত হাত প্রতিবাদে
সম্মুনত হলেও
'নেতাজী' শুধুই রক্ত চোষে।


এই বঙ্গে------
'মধু'র কথায় 'সুকুমার'
'সুকান্ত,' 'সত‍্যেন'
বুকে 'মাণিক' জ্বালায় না বরং
'রবি'র আলোয় না এসে
আঁঁধারের পথে পাড়ি দেয়।
হে 'ঈশ্বর'
রত্নপ্রসবা বঙ্গজননী,
আর নতুন কোন 'মহাত্মা'র
জন্ম দেবেনা, এই  বঙ্গে....?


রচনাকাল.....০৭/১০/১৯৯৪