গহীন তমসায়,
লোকচক্ষুর আড়ালে,
একান্তই নিভৃতে
দাউ দাউ আগুনে জ্বলছে
একটি নিথর শবদেহ!  
পুড়ছে মনুষ‍্যত্ব।


উন্মত্ত দ্বিপদীজীব কিছু,
গর্বোদ্ধত বিজয়োল্লাসে প্রমত্ত।
সাজানো চিতাকাঠে,
পুড়িয়েছি ঢের------
তাপসী মালিক,
গ্রাহাম স্টুয়াট স্টেইনস্।
আবহমানকাল ধরে চলেছি
পুড়িয়ে, দিয়েছি জ্বালিয়েছি মনুষ‍্যত্ব।


সমাজ ? সভ‍্যতা ? বিপন্ন আজ!
দিবানিদ্রায় আত্মমগ্ন।
নির্বিকার, নির্লিপ্ত।
সর্বব‍্যাপী হৃদয়হীনতা,
আর আত্মতোষণে
গা-বাঁচিয়ে চলায় এখন
বেদবাক্য, জীবনবোধ।


ঘণঘোর অমানিশায় অলক্ষ‍্যেই
উত্তপ্ত বারুদের স্তুপে
প্রস্তুত চিতাকাঠ।
শুধু চাই,
একটি দেশলাইকাঠী।


রচনাকাল...........০৭/১০/২০২০