আমি তুমি ও সে
অর্থাৎ
আমরা তিনজন,
হাঁটছি পায়ে, পায়ে।
তুমি আমার স্বপ্ন।
সে বাস্তব।
স্বপ্ন আমাকে ছোটায়।
ছুটেই চলি।
বাস্তব আমার স্বপ্ন পূরনে
অন্তরায়, ছুটি তবুও।
রঙিন ডানায় কত
কল্পনার ফানুস ওড়ায় স্বপ্ন।
বাস্তবের মাটি কঠিন,
শুস্ক, নীরস!
বাস্তবের কাঠিন্য বারবার
শেখায় শক্ত মাটিতে
ঋজু মেরুদণ্ডে দাঁড়াতে।
তবুও
আমি, স্বপ্ন আর বাস্তব
অর্থাৎ আমরা তিনজন
হাঁটছি, হাঁটছি আর হাঁটছি.…....


রচনাকাল......২৮/০৯/২০২০